শীতঘুমে থাকা গাছেরা
নিরিবিলি সমাজ গড়েছে এখন
পাথরকুচিতে লেগে আছে মৃত জল,শিশির ...

পৌষের কাঙালী ভোরও মেঘলা ম্যাপল বুকে…
তবে কি  শীতের রঙ লাল?
রঙিন লাগছে সবই

একই চোখ দিয়ে যখন দেখি
পরিযায়ী পাখিদের রক্ত খুঁচিয়ে তোলার উদ্দেশ্যে একদল
শকুনশিকারী

আতঙ্কিত হয়ে পড়ি... আতঙ্কগ্রস্ত
চোখের সামনে সব রঙ উবে যায় শীতকালীন!