বৃষ্টি নয়,মুষলধারে নেমেছে যেন স্মৃতির হড়পা
অবোধ ঝিনুক স্বপ্রকাশের হাঁ-মুখ বুজিয়ে
বৃষ্টি নয়,যেন তলতা বাঁশের শলাকা
বিঁধছে লাভাজমিতে,
আয়ুর বিষন্ন প্রলেপে
বৃষ্টি নয়,যেন ছেঁড়াখোড়া লাগামের ঘোড়া
সরাসরি পিষে ফেলেছে
আপামর গর্তগুলো,
লাল শাকের চারা
বৃষ্টি নয়,
নতুন কোনো হিম সন্ত্রাস সেজেছে যেন
বন্ধকী হাড়-পাঁজরায়