পশমিনা উড়িয়ে দিতেই
জেগে যায় লোভাতুর শীতকাঁটারা

মনোলগের বৃত্তান্ত লিখতে গিয়ে ঢুকে যাই  অপরাপর গন্ডিতে
...
চোয়াড়ে পশুর মত টেনে নিয়ে যায়
ঘুমহীন রাত
অন্য উপসংহারের দিকে ...

যখন কারো বেদনাগুচ্ছ পড়ি,  সকাল হয়
সব শীত ঋতু
কারো না কারো যাতনাসম্ভ্রম

মেহরাবে ঝরে পড়ে শিশিরের প্রণাম
,,,,,,,,,,,,,,