আশ্বিন থেকে ছাড়া পাওয়া  কাশবন এখন ঘোলাটে জঙ্গল,
শীর্ণ সাদা থেকে  
ক্রমশঃ ঝরে পড়ার দিকে…
অন্যান্য গাছেদের  শেকড়ের জলাভাবও  হলুদ পাতায় সাজে
নাগরিক কষ্টের শ্বাস খুঁজছে  হিমবায়ু ,উপোসী নভেম্বরে
গিরিবর্ত্মের  বরফকুচি ছোঁয়া পেতে
শুকনো চামড়া অধৈর্য, উন্মুখ।

শীত প্রবেশের সময় হল তো তাই
এবার পোড়া শ্বাসজনিত দহনগুলোকে ,গোঙানির রব আর
সমগ্র অস্থিরতাকে
গোর দেওয়া যাক্  
শিশির জড়ানো মাটিতে
নরম ভেজা শিউলি ফুলে …

---------------------------