মনোরম পাথর
যেন শৈলবুদ্ধের পা
অর্কিড জড়ানো।

আগুন ডেকেছে
আত্মঘাতী হবে বন
আফ্রিকার বুকে।

উলটানো বিকার  
বায়ুহীন আধারে চোখ
বিষন্ন সুন্দর
১০
গ্লাস উলটে মেঝেয়
জলে জল,ক্ষুদে আরব (সাগর)
পার হই কি করে?
১১
বিদ্যুৎ চমকে-
সাদা অন্ধকারে প্রাণ
নিশ্চুপে ভেজে।
১২
মে মাসের কোকিল
শরতেও রয়ে যায়
শিশিরের প্রেমে।