কত আশরফি যে জ্বলে উঠছে পাহাড়ের গায়…দিনের বেলা ওরা থাকে কোথায়?
কেউ টের পায় না
অথবা পায় কি, পেলেও কতটা?

ধ্বংসের পরও খামার ভরে থাকে রাতুল শস্যে,
নতুন বন্ধুতায় অন্তর্জাল
এত রাখব কোথায়? শূন্যযোজী হাতে
ছেড়েছি পট্টাবাস কবে ...


প্রণম্য দু’চারজন মাথায় হাত রেখে আশীষ ঝরালে
শিরস্ত্রাণ  জোটে
আর কি চাই  তোমার?
আমার তো কিছু চাই না