এখন পাতাঝরা রঙে বহুযুগ বিপন্নতার ছায়া
রোদজ্বলা বাজরা-গমের শিষও
জানে একদিন ভুলবে তাকে হাওয়ারা।

নিরন্ন ঘরও পুড়বে,নিরো বেহালায় জুড়বে  নতুন কোনো সঙ্গত
যত মহৎ অধ্যায় তত সম্পৃক্ত অভিযান
গ্লানিতে ধ্বস্ত, ঘোরলাগা চোখগুলো শুধু চেয়ে থাকে  
আননোন্‌ শিরোনামের দিকে
............