রুক্ষ পৃথিবীটা ভাবায় না আর।
যতটা ভাবায় অবশিষ্ট শিরা-ধমনীর মায়া কাঁপন
সেতারের ঝালার মতন …
প্রতি রাতের নিষ্প্রাণ ঝাড়বাতির দিকে তাকিয়ে থেকেছি কত
মোম গলে
মীড় গলে চেতনার
নিয়তিনির্বন্ধ বুঝে নিতে নিতে
স্বস্তিকচিহ্নটুকু তবু আশ্বাসে জ্বলে অববাহিকার
কখন তুমি অন্ধকার ভেঙে এসে পা রাখবে
হারিয়ে যাবে শেষমেশ এই দরজায়…
..................