১
শালুকের খেয়া স্বস্তিতে দুলে ওঠে…
অন্তত শীত এলে
চাঁদমারিতে আসবে সবাই বনভোজনে।
২
প্রতি রোমে কুশপুতুল পোড়ানোর আঁচ,
জ্বলন্ত অভিনয়ে
খড়কুটো আগুনই খাঁটি।
৩
প্রতি সন্ধ্যায় কোটরে বসা পাখি দুইজন,
আমি আর
আমার ডাকনাম।
৪
মোরগ ডাকতেই কুয়াশা কাটল,
গাঁ উজাড়,
পায়ে পায়ে হাঁটল শুধু গ্রামীণ কুকুরটা।
৫
অনেকটা উঁচুতে উঠলে পাবে আকাশটা
আর নীচে
মই সরিয়ে নেওয়া লোকজন ...
৬
পুরনো ইন-ল্যান্ড চিঠির ছাই রঙ যেন
আবছা যুগ,
সেই ছেলেবেলাকার।
..................