কি সব ভেসে আসে মনচুরি হাওয়ায় ...শালজন্মের নেশাক্ত ঢেউ
মদমত্ত হরিণ পালায় বন থেকে বনান্তর
গহনে আরো আরো
যোগের দশম দ্বার খুলে রাখে পৌষের যোগিনী
শুকনো পাতা খসে আসে প্রাচীন বল্কলের মত
এখনও পাঠ বাকি আমাদের
এখনও জীবন বাকি
প্রদীপের মিথুন জ্বেলে বসে রই..
বিরহভাব ছেয়ে আছে দশদিক
.........