বাতিল ঘোড়ারা গেছে অন্তমিল ভাঙা রাস্তায় ...
সেনসেক্সের সূচক ঘোড়াগুলি উঠছে, নামছে ভাগ্য করছে নির্ধারণ
তাতে জীবনের সেনসেক্স কতটা লাফাবে?
ইচ্ছে হয়... অমন অম্ল-মিঠে শীতবেলায় উদবাস্তু কলোনীর
বুনো আমড়ার গাছটা
ছুঁয়ে আসতে
রাশ টেনে ধরে নিজের ভেতর অন্য কেউ
সেনসেক্সের গ্রাফ শিখর ছুঁয়েছেে ততক্ষণ।