ছেঁড়া সব সেলাইয়ের যোগ্য হয় না
ছেঁড়া বোতাম, বুকপকেট তাপ্পি মারা পাগলের জামা
এটুকুই তার দারুণ প্রাপ্তি
কিছুটা সস্তার জামা,গায়ে সেলাই' শব্দটা আগেই জুড়ে রেখেছে
সুঁই-সুতো আর কতটুকুই বা জুড়বে তার?
কত জন্মদিন
সাল পহেলা
ছেঁড়া অংশ লুকিয়ে কেটেছে নতুনের মত
কেঁদে ফেলে হাত....