ক্ষণস্থায়ী মুহুর্ত্তেরা অনেক দুর্লভ …
কুড়িয়ে পাওয়া অথবা কাগজের মরা ঠোঙার ছেঁড়া পৃষ্ঠা
মূল গল্পের চেয়ে অনেক বেশি মায়াময়
ছেঁড়াপাতারাই অধিক প্রগতিশীল,অন্ধ সংস্কার না মেনে
ঢুকে পড়ে যে কোনো এলাকায়
অস্পষ্টই বেশি ছায়ামুখ, লোকালয়ে উৎসবকে উপলক্ষ্য করে ...
ভাসা ভাসা সংক্ষেপ-
সারাংশই যখন যথেষ্ট তখন
আর বিশদে যাওয়ার প্রয়োজন আছে কি?