ধ্রুপদী আকাশ থেকে ছিটকে যায় বিদ্যুৎ তরঙ্গ,
এক পশলা বৃষ্টি এলে জানলা খুলে গৃহস্থালির উপর বইয়ে দিলে
নিশ্চিত হালকা হয় ডিস্টেম্পার দেওয়ালের শরীর, মেঝের বুক …

বৃষ্টিচূর্ণ লেগে লেগে বাদামখোসার মত মিইয়ে আসে
মাথার ডৌল, তছনছ এলোচুলের সংসার
মেদহীন আঙুলে আংটির মত
সন্ধিতে জড়াতে চায় শুধু...

...............