এই বেঁচে থাকাও প্রত্নতাত্তিকের মত,খুঁড়তে খুঁড়তে কখন খনন শেষ হয়ে যায়।
হাতে নিয়ে থাকি অমূল্য জড়সড়
প্রস্তর
খাদান
আজীবন সঞ্চয় যত
সংরক্ষিত
বন্দী ততটাই
এক মহাথান শিবের,তাতেও অলিখিত অরণ্যকথা
লিখে শেকড়ের জট, জটায়ুধ
দুটি চোখের বিল্বপত্রে তখনও ভক্তিসঞ্চয়