রূপকথাই তো,
সকল বাস্তবতায় স্বপ্নের মত ঘোর
  
চাঁদের নীচে ভাসে আটপৌরে জগতটা

আমি জেগে থাকলে ভাবি তুমিও জেগে আছ
মধ্যরাতের এই স্ব স্ব সাম্রাজ্য আমাদের-
কোনো ঐতিহাসিক গোড়াপত্তন দাবি করে না
জাগতিক ভুগোলেও নেই,

আছে মৃত্যুর ক্যাটাস্‌ট্রফিতে কেবল_

...............