যেন
কতকাল থমকে আছে পায়ের পাতা,
সাদা চিঠি উড়ে যায়
মৃতের কাফনের...
বুকের গোপন তাড়ায়
মন মরে যায় শুধু,কত তাড়া?
মন্দির-মসজিদ-গীর্জা-সিনাগগে
কেউ তো আর যাচ্ছে না
এখন
আদমসুমারী পর্যায়ে চলছে মৃত্যুগণনা।