পেয়ালা ভরিয়ে দিয়ে চলে গেছে সাকী
আরক্ত চোখ বোঝে না কতটা যে ঝুঁকি!
মনপাখি ছটফট করে প্রাণ-পিঁজরায়
মনের মত ঘর না হলে দৌলতও যে ফাঁকি।