আপদা চৈত্রমাস,
বিবর্তনের হলুদ বিলাপ নিহিত বিষুবের হাড়ে হাড়ে
এবং বাকি জীবনটার ওপরেও …
অনুভূতিহীনতা কখন ঢুকে পড়েছে রক্তে ও আঙুলে
এবং আমার হাতে ধরা শূন্যে!
কলার পেটোর নৌকা উল্টে দিয়ে
উপড়ে আনা ঘাসের শল্কপত্রে সজনে ফুল ছড়িয়ে
ঝঞ্ঝাও নিজস্ব ভঙ্গিতে জুড়িয়ে যায় ক্রমে…
এতও শান্ত দিন বদলায়
অন্তিম ঋতু কখন যে বদলে যায় ফাগুনের রঙকেলিতে!
----------------------------------