নতুন ফল আঁশযুক্ত আরো একটি গেঁথে যায় তসবীতে।
বৃন্তের দৈবচয়নে গোলাকার পাপড়ি...সুখ
আরো একটি দিন ঈশ্বরী করুণার,
আরো একটি নতুন গাছ..রুয়ে দেওয়া
শিমবিচি কোনোকালে
বেনেবউ সংসার
আরো একদিন উড়তে পেলে
শিস দিয়ে ওঠে খাঁচার পাখি...
যৌথ কোনো স্বপ্নসুন্দরমুহুর্ত নিয়ে বাঁচি,
বেঁচে থাকার রসদ এই তো
এখানে নিজেকে ডিঙিয়ে যাবার নেই ব্যক্তিগত চৌকাঠ।