রঙের নেশা এ সবুজ দ্বীপের শিরায় শিরায় এখন-
আজ ও কাল মিলে মুহুর্ত্তের অন্তরঙ্গতায়
একে অপরকে যতটুকুই ছোঁয়া যায়, যথেষ্ট তা…
দোল-পলাশের সরণিতে কত যে নেতিবাচকতা
প্রভুত্ব হারিয়ে ফেলে
পিচকারির ছোঁড়া রঙের তরলে
শরীর কাঁপুনি দিয়ে ঝরায়
জমা দুঃখ, গরল শোক-সন্তাপ
বলতে গেলে আবির-বসন্তই জীবনের শ্যামসখা।