১)
সকালের চায়ের কাপ ঠান্ডা ঠোঁটে ওঠে যখন
উত্তুরে শীত চেপে ধরে আশরীর
তোমার খাদির চাঁদ ছুঁয়ে স্বপ্নদেখায় কত রাত যে ঘুমোতে যেতে পারি নি
কবে থেকে বন্ধ এসব মনেও নেই
ভালোবাসতে চাই না আর বসন্ত, বসন্তে ভালোলাগা পরিধেয়
ছেড়েছি কবে মনে নেই আর
তবু ঘুম ভাঙলে নতুন পলাশের কলি
কি তার আগুন রঙ!
রঙ দেখে মনেহয় আরো একবার মুগ্ধ মন রাঙিয়ে নিই
নিহন্তা বসন্তে
……
২)
শুকনো মাটি রাঢ় বুকে মেঘের আঙুল-ছোঁয়া পরশ পেতে চায়
ছেঁড়া খোঁড়া মানুষগুলোও জোড়াতালি দিতে শেখে বসন্তে
পোষ্টমর্টেম ছুঁয়ে ভালোবাসা দাবি করে
অথবা ভালোবাসার সমার্থক শব্দ
ন্যুব্জ দেহে রঙের ইশারা।
...............