পরপর বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা নগরী
রক্তাক্ত কিশোরীর কানপাশা এক নদী
ব্রোশিওরে উড়ছে রক্তমাখা শিউলিচন্দন
চলছে আয়োজন,চলুক তবুও সাজ
দেবতা অতিথি আজ
অতিথিই দেবতা, আপ্যায়নে ব্যর্থ হলে
তার কালোমুখ অমঙ্গল সূচিত করে সংসারের
এই বিশ্বাসে বিশ্বাসী আজও মর্ত্যের এই সমাজ!
.........................................................