রোজনামচার আমেজে
আমাদের শীতকালীন লাশে
দু চারটে ফুল এমনিই ছুঁড়ে মারে বাতাস ...
জাগ্রত ঘুমে কাটে বরফের মত যৌথবেলা
এক একদিনে এমনিই একটা মরে যাওয়া থাকে
নিছক ইচ্ছের খোলস ঝেড়ে
সহজের থেকেও সহজ
বাম কাঁধের উপর দিয়ে
নুনের মত ছুঁড়ে ফেলা ক্রমে দুশ্চিন্তা,হতাশা,ভয় প্রভৃতি ...
গয়ংগচ্ছ ভাব পরিপাটি যাপনের দিকে