যে নামতা মিশে থাকে নদীর আঁচলে
যে জীবনচরিতে
মিশে থাকে গেরিমাটি চিহ্ন, সুবাস
বৃত্তের আঙিনায় ঘোরে পথের ফসফরাস
যে বকুনিতে মিশে থাকে আদর-মাখা সোহাগ
যে সমস্ত না শব্দে প্রচ্ছন্ন প্রশ্রয়
যে পর্ণমোচীতে শিমূলফুল
ফুটছে তো... ফুটবেই,ঋতু যদি বসন্ত হয়