এতটুকুও বর্ষায় না  শ্রাবন!

তবু রিমঝিম লাগে

স্নায়ুগুচ্ছে জলীয় অনুভব..
সংক্রামক আলসেমি
মৃদু ঝিঁ ঝিঁ হয়ে নামে আদ্যন্ত শরীরে
......

নষ্টালজিক হয়ে
ভাসছে জলধোয়া শহর

লাল রিক্সার টুংটাং ধ্বনিতে কে বা কারা ছিল ভিজে সওয়ারি
চলে গেছে মধ্য পাড়া কাঁপিয়ে
মুখ ফুটে আসে নি তবে
প্রশ্নটি  সবার মনে