দ্বিধাহীন ছুঁড়ে দেওয়া নিজেদের অজান্তে শিল্পের জঞ্জাল
তারপর একপ্রকার কুন্ঠাবোধ
দীর্ঘ হয় ছায়ায় ছায়ায়...
ছুঁড়ে ফেলে দেওয়ার আয়োজনেই কেটেছে এতকাল
শূন্য হয়ে যাওয়া টিস্যুর বাক্স,
টিনের রসালো ক্যান,
ভাঙা মগ,ফলের চুবড়ি …
রিসাইকেলে এরাই মহার্ঘ্য শিল্পবস্তু, প্রত্নের দাবিদার এখন
পরিবেশ বলতে বুঝি নিজের এলাকা।নিজেকে বলি-”ফেলা যাবে না কিছুই’’
নীল হয়ে ফুটছে কুয়াশার পথ।হাতের মুঠোয় সুরক্ষিত জাদুঘর ...