২)রাত্রিজ
এতক্ষণে ঝাপসা হল পৃথিবী
আর রক্তাল্পতায় ভোগা চোখ।
বৃষ্টি আসার আগেই বৃষ্টি শুকায়
খাঁ খাঁ শহরে
বাইরে শংকর মাছের লেজের চাবুক
হাওয়ায় মারছে কেউ।
এই বৃষ্টি ছিঁচকাদুনে চিৎকারের মত
যতক্ষণ পর্যন্ত না কেউ শোনে
আত্মার প্রশান্তি না হয়!