তীব্র কম্পন ছড়ায় মৃদু সন্ত্রাসে ডানাওয়ালা সমস্ত রাত্রিচর ,
একটি ঘেয়ো কুকুর মতান্তরে মানুষের মতই কান্নায় কাঁপায় রাত
কাঁপে বোকার হৃদয়
পারঘাটায় কাঁপে একা নৌকা ,খুলে রাখা যোগাযোগ।
মৃতের কাঁপন আবরণের মাঝামাঝি এসে
একটি ভারী ট্রাক ভেঙে দিয়ে যায় সকল রকম মৌন রাতপ্রক্রিয়া।
একসময়
ভুল হাতের স্পর্শ-কাঁপন
স্মৃতির রয়ে যায় গুস্তাখিতে...
--------------------