১)রাত্রিজ
তারা ফুঁড়ে আসছে বিচ্ছেদময় আভা  শূন্যগর্ভ হিলিয়ামে,
লালচে ভাব ধারালো
প্রমিথিউসের চুরি যাওয়া আগুনের মত

অগষ্ট রাত , দা-কোদালের চাইতে ধারালো কি?

খেলতে খেলাতে চেয়ে হারালে মনুষ্যত্ব
এবার শ্বাসযন্ত্রের দখল নিয়ে খেলায় মেতেছে ক্ষুদ্র অণুজীবটি।

....................................