বেদনা মূক হয়ে আছে যেন স্কন্ধের পাথরে
জীবনে ঢুকে পড়ে পাড়া-বেড়ানো সেই পুরনো প্যাঁচার ডাক-
পাতার আড়ালে অন্ধ খোঁদল থেকে মাঝে মাঝেই তার ডাক শুনি
আমার খুব ভয় করে তখন,সান্দ্র ভয়
নীরক্ত আনাচকানাচ ভরে আছে আত্মবিশ্বাসহীনতায়
শিরদাঁড়া নরম কেন্নোর মত গুটিয়ে
টানা পর্দায় ঝাপসা ঘরদোর এমনিতেই
পুরোপুরি বিছানার রঙে নিজেকে ডুবিয়ে বসে থাকি
মাথার বালিশ আঁকড়ে নিজেকে বাঁচানোর দুঃসাহস
মধ্য যাম,
রাত্রি নিজেও নিজের ভেতর সেঁধোয়,গোপন …