রাত বারোটার কফিশপ নিয়ে নির্লিপ্ত হাইওয়ে
নিশির খুর দাপানো ধাঙরবস্তির উঠান-গোয়াল পেরিয়ে
ইটের শহর  আজ আফিমক্লান্ত…

সাবুদানা গাছের সারি শুধু সুঠাম দৌবারিকের মত আশ্বাসে …
গল্প জমছে না  কিছুতেই…অনুচ্ছেদেই আটকে যাচ্ছে!

বাক্য নয় কেবল মরচে, লাল এইসব
আদি শব্দময়তা …
ভয়ের প্রসঙ্গও নয়
বিরাট হলঘরে  অন্ধ অন্ধকারের  
                           জন্ম হয়েছিল   যেদিন থেকে
  দীর্ঘ রাতের ট্যাপেস্ট্রিতে।



*
(ট্যাপেস্ট্রি -দেয়ালে ঝোলানোর নকশা বা ছবি বোনা ভারী কাপড়)