জালকাঠির উষ্ণ আগুনও বর্গী অশ্বের মত হানাদার
রাতের শীতপ্রাঙ্গনে
জ্যান্ত হাজার পাখির আগুনঝাঁপ আজও বারমুডা রহস্যের মত
অতঃপর
ঈশ্বরী আগুনের ইচ্ছেতেই নিরাপদ দুরত্বে গিয়ে বসি।
বিপর্যয়ের রাত্রিগুলি রাতচরের ডাকে
অতিমারীর সাবধানবাণী শোনাতে থাকে অন্তরীক্ষ থেকে
মানুষী সঙ্গতা অবরুদ্ধ আবারও
যেটুকু ফাঁকা ,পাহারা দেবে খেজুর বন।