১)
রাতের আগুন জলজ ভীষণ
বুদ্বুদ উড়ে আসে বাহুল্য ঝেড়ে
শুষ্ক তরমুজের মত
নিহিলিজম থাকা অন্তরে অন্ধ দিন
রাত যেন পালিয়ে বাঁচে জারজ হওয়া থেকে
………
২)
মরা আরশোলা পায়ের নীচে পড়ে চটকে যায়,ভেজা নাড়িভুড়িতে
ঘেন্না ঘেন্না
বৃষ্টিতে পাওয়ার কাট হলে এমন
চোখবাঁধা করিডোরের মত নকল অন্ধকার
দরজার সাথে,দেয়ালের সাথে ঠোকর দারুণ ফিল হয়
রক্ষে এই যে ফ্ল্যাটবাড়ির চৌকাঠ নেই
না থাকলে অঘটন ঘটারও কিছু নেই
রক্তে ভারি আকাল, দুঃসময় এখন…