বসে থাকি জানলা থেকে কিছুটা আড়ালে..
উইন্ডচাইমের শব্দটা জলতরঙ্গের মত ঢুকে
পড়ে অহেতুক আয়নায়

এই হ্যাং ওভারের মাঝেও
একটা বৃষ্টি-উন্মুখ জ্বরের কল্পনা বারবার...

একটা বৃষ্টি এসে ঘুম পাড়িয়ে দিক

ঘুম শেষে জেগে উঠলেই যেন পেয়ে যাই
সেই পুরনো পৃথিবীটা তোমার আমার

............