বুকে হেঁটে এসে বল দেয় পিঁপড়েরা মনে
পাহাড়প্রমাণ ভার তুলে নেয় মিলিতভাবে সবাই
মৃত ফড়িং এর ঠ্যাংটা একটু তুলে ধরি লাল মেঝেতে
নখের ডগা ছুঁচলো করে
গর্তের কাছে এগিয়ে দিই খানিকটা
ভার লাঘব হলেও হতে পারে তাদের এই ভেবে।
তফাতে গিয়ে দেখি ছত্রভঙ্গ হয়ে আছে সবাই
পূর্বানুমান থেকে ভাবছে বোধহয়
মানুষের এই সহৃদয়তা কতটা আন্তরিক?
...............