একই কথা
বারে বারে উঠে আসে
পুনরাবৃত্তির চাকায় ভর করে

বর্ষায় ও বসন্তে
একইরকম বক্‌বকম্‌ পারাবতসদৃশ

একইরকম হৃদয়ের গ্রাফ
বিষাদ ও বন্দনায়

একইরকম  অঙ্গভঙ্গি,
একটু ছলাকলা মিশিয়ে
ঠিকমত করে যেতে পারলে অভিনয়

নাহলে খেলাঘরের থেকে উড়ে আসে
অসংখ্য জ্যামিতিক বিদ্রুপ
............