অল্প কথায় গল্প বোনা।
প্রিয়জনের চাইতে প্রয়োজন যখন বেশি তোমার,
তুমি তাদের...
একদিন কারো ডাকে তাৎক্ষণিক সাড়া দিও না। সেও ডাকবে না
অনেকদিন তোমাকে
ব্যক্তিগত অথবা সামূহিক স্বার্থে ...
এই বাহানায় ছুঁয়ে দেখো ইলশেগুঁড়িতে চুপসে যাওয়া ভিজে জ্বালাতন
গরাদ-রঙের চুপকথাদের আর
অগ্রন্থিত কবিতায় তোমার যাবতীয় রক্তক্ষরণ!