চাঁদমারি লক্ষ্যে নিজেকে আত্মঘাতী করে তোলা ...
রাতজাগা যেদিন, অমলিন আয়না একরাশ প্রশ্ন সাজিয়ে রাখে চোখের সামনে
চোখদুটি  নিচু তখন চোখের কাছেই

কপালের বিন্দু বিন্দু ঘাম সরিয়ে দিতে অনিচ্ছুক আঙুল

কাউকে বিশ্বাস করার দরকার নেই
কাউকে জানাবোঝারও দরকার নেই বেশি
যা দিনকাল পড়েছে
জিজ্ঞাসার পরখ মিশিয়ে
সবাইকে দেখলে
আয়নাও
প্রতিপক্ষ হয়ে ওঠে একদিন।

..................