বছর শেষ হবার আগেই পাতার কার্পেট বিছিয়ে রয়েছে
লাল মোরামের রাস্তাটায়…
এখানে ওখানে পৌষের খুঁটিনাটি।
গোবরাটে চুপিচুপি শুরু হয়ে গেছে
নিষিদ্ধ শিশির

মদ্যপ বাতাসের খেলা
তফাতে
স্মার্ট ঘড়ির শরীরেও ডিজিট্যাল সময় এগোচ্ছে ...
এগিয়ে রাত
শেষ লগ্নের এক একটা মুহুর্ত হয়ে আছে
ম্লান
অনাড়ম্বর
বিদায়ের জন্য প্রস্তত...।
\--------------