খুব বেশিও প্রগতি আসে নি
বিরাট শহর আর রকমারি সৌধ-
তাতেই সমকালের দেহবন্দী।
আর এতেও মিশে গেছে জলবন্দী মানুষের লক্ষ আর্তনাদ এখন
বাড়িঘর জলেডোবা অ্যালবাম
সাইকেডেলিক পথ তো নয়, মহাসমুদ্র
কে কাকে বিশেষ করে তুলছে এমতাবস্থায়
হাসিখুশি জীবন ভাসছে দূর্গন্ধ জলে