পাড়ার আগুন নেভাতে এসেছে দমকল। বুকের ভেতর আগুন তো নেভে না।এরই নাম দাবানল।
গ্লোবাল ওয়ার্মিং প্রবল শৈত্যের দিনেও...

ঋণ টুকে রাখছে লাল নোটবুক... লাল কাপড়ে
জালিকাট্টু পরব দিনের
দুরন্ত ষাঁড় ক্ষেপিয়ে
পিছনে ছু্টছে সবাই
পরমার্থবাদ ও ঐতিহ্যের নাম দিয়ে
উন্মত্ত সহিংস্রতার আগুন
ঠেকানো কঠিন
নেভানো কঠিন
..................

*
( জালিকাট্টু তামিলনাড়ুর পোঙ্গল উৎসব উপলক্ষ্যে এক ঐতিহ্যবাহী ষাঁড়ের খেলা)