১
ছোট ছোট চাওয়াগুলো পেয়ালায় ভরো সাকি
মদহোস হয়ে কখনও পথ চলা যায় নাকি?
হায় ক্ষণিকের তরে যদি কারো ছোঁয়া পাই
সেই ক্ষণটাকেই রসদ করে কাটাই জীবন বাকি।
২
অন্ধকারে গুমরাহী আলোরঙ ফলাতে এসো না
কথাগুলো কি সেই একইরকম শোনালো না?
জন্মলগ্নে মৃত্যুই পরম সত্য তবে
ভালো যদি বেসে থাক প্রিয়, দূরত্বেই কর প্রেমরচনা।