১
জ্ঞান অসম্পূর্ণ থাকলে আধাখ্যাঁচড়া শব্দ দিয়ে কথা...
কোন ব্যক্তি নিজেকে এভাবে উপস্থাপন করতে চাইলে
তোমরা ভাব উজবুক
চলতি শ্লেষ ছুঁড়বে জেনেও বাচাল যেন!
২
ইচ্ছে করে দু’হাত দিয়ে ছুঁই তোমার মুখ যেন বৃষ্টির প্রতিবিম্ব...
রক্তবর্ণ প্রতিশোধে ভিজিয়ে দেবে
সংসার ও কাগজের নৌকো আমার
নিষ্ঠার পারাপার প্রতিহত করতেই প্রেমের কুহক তুমি!