প্রেম
যা নির্ঘুম, অস্থির
আজ শুধু যুগ্ম কৌতূহল
হু হু বুকে ভেসে চলা
দানিয়ুবের স্রোতের মতো

কথা
যা সৃষ্টি হয় একা একা
যা ছিল একদিন জন্মের ভাবানুবাদ
প্রাণ পায় অন্তহীন বাগ্মিতায়

জীবন
আছে আজও,প্রেম আছে,
বিরহ নারকেল বাতাস
শব্দনীরব উঠানে
স্থির হয়ে আছে কয়েক লক্ষ উচাটন
প্রেমিকের ফুল ও জোনাকি হয়ে