মরা শীতের বৃদ্ধ অনুভব দুপুর বারোটার রোদে
টেবিলে টেবিলে গল্প জমছে না সেভাবে,একঘেয়েমি কাটাতেই
মধ্য বিরতির প্রয়োজন বেড়ে গেছে অনেক।
ধূলিঝড়ের দুরন্তপনা আচমকাই জেগে ওঠে
গায়ে এসে লাগে বিষবালি
বিস্ফোরকের মত যত ধুলো !
বীজাণু হানার আরো কত...
প্রেক্ষাপটে বিষন্নতা গেঁজে উঠছে হাঁড়ির রসের মত
বসন্তও বিরল কিছু, নিজের মত সুন্দর আবার নিজের মত কুশ্রী …
--------------------