শেষ ট্রেন চলে গেলে শহর ঘুমিয়ে পড়ে-
একটা মাকড়সা মসলিন তন্তুতে রাত বুনতে থাকে
নীল অপরাজিতার ভেতর!
জামপাতা আড়াল থেকে ডেকে উঠছে ভোরের তিতির। রাই সর্ষের হলুদ
ভেজা রাস্তার ম্যুরালে।
গাছের শিরা-উপশিরা সব পড়তে পারি।পাতাঝরার নেপথ্যগান। পথেরও
নাকি হৃদ্পিন্ড থাকে, এমনকি শেকড়েও!
বেড়াল পায়ে হেঁটে গেছ তুমি রাতের শহর !
পথও তো সেরকমই বলছে।
___________________
*ম্যুরাল-দেয়ালচিত্র