পরবশ থেকেই পরবাসের মায়া।
ছুটে চলা ভিন্ জগতের সন্ধানে
জীবিকা নয় যেন অজ্ঞান সমুদ্র ...
সার্ফিংয়ের ঢেউ ছাড়া কিছুই নয় সম্মুখভাগে
স্বদেশের স্মৃতিচারণার যত গল্প একইসঙ্গে
বাস্তব ও কবিতা।
ভিটে ছেড়ে গেলে আসা তো যায় বারবার,যাওয়া একবারই।
...................................