ফুরিয়ে এসেছে দুপুরের এরোমা, ডালে ডালে ক্লোরোফিলের সঞ্চয়,
পর্ণমোচী মুহুর্তে তুমি এলে
দমকা হাওয়া

বাসস্টপে পলকা ডট্‌ আঁচলের ছাতা ছিঁড়ে যায়।

.........