প্রাগৈতিহাসিক কোনো সন্ধান জারি থাকে...
বরফ ভাঙছে শীতাতপনিয়ন্ত্রিত ঘরের আলো  
দূরে কোথাও যাবো
          ভাবলেই
পাতার হিম ঝরে যায়   রুয়ামের জঙ্গলে...
কালো লেপে যায় পাথরে কুয়াশা।
প্রসঙ্গ পালটে যায়  
ঘুমিয়ে গেলে আকাশবাতি ।